সাধারণত কোনো কোম্পানিতে কিভাবে নিয়োগ দেওয়া হয় বা কিভাবে নেটওয়ার্ক তৈরি করতে হয় সেসব বিষয় নিয়ে একটি অনলাইন ওয়েবিনার আয়োজন করে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক-বিডিওএসএন। গত ১০ নভেম্বর এই ওয়েবিনারে অংশ নেন, ডিভাইন আইটি লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর ইকবাল আহমেদ এফ. হাসান, স্কাইলার্ক সফট লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও বি এম শরীফ এবং ইনোভেটিভ আর্টিফ্যাক্ট এর ম্যানেজিং ডিরেক্টর নুসরাত জাহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান।
উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া এখন অনেক শিক্ষার্থীরই প্রথম পছন্দ। ইউনেস্কোর ‘গ্লোবাল ফ্লো অব টারশিয়ারি লেভেল এডুকেশন’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় ৫০ থেকে ৬০ হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমান। এদের অধিকাংশই বিভিন্ন কনসালটেন্সি ফার্মের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া ও ভিসা প্রসেসিং সম্পন্ন করে থাকেন। বিনিময়ে ফার্মগুলো একেকজনের কাছ থেকে ৫০ হাজার থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকে। কোন কনসালটেন্সি ফি ছাড়াই উচ্চশিক্ষার জন্য বিদেশগামী শিক্ষার্থীদেরকে সার্বিক সহযোগিতার জন্য বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) শুরু করলো বিনামূল্যে হায়ার স্টাডি সহায়তা কার্যক্রম।
মার্কিন যুক্তরাষ্ট্রে স্নাতক প্রোগ্রামে ভর্তির সুযোগ নিয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ) এবং তার উত্তর।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক গত ২৫ ই অক্টোবর, ২০২০ তারিখ রবিবার “বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ” নিয়ে ৩য় পর্বের আলোচনার আয়োজন করে। এবারের আলোচনার বিষয় ছিল ইউএসএ। এবারের পর্বে ইউএসএ তে আন্ডারগ্রাজুয়েটে পড়াশুনা নিয়ে বিভিন্ন বিষয়ের স্পষ্ট ধারণা দেয়া হয়। এ পর্বে উপস্থিত ছিলেন এডুকেশন ইউএসএ এবং ইএমকে সেন্টারের আউটরিচ কোঅর্ডিনেটর রুহুল আমিন। আয়োজনটি সঞ্চালনা করেন এসপিএসবি এর একাডেমিক কাউন্সেলর ইব্রাহিম মোদাসসের।
২৪ অক্টোবর আয়োজিত নেটওয়ার্কিং সেশনে অংশগ্রহণকারী চাকরি প্রত্যাশীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনজন টেক প্রতিষ্ঠান প্রধান। সাথে ছিলেন বিডিওএসএন এর সাধারন সম্পাদক মুনির হাসান। প্রথম অংশের পর আজ দ্বিতীয় অংশ প্রকাশিত হল-
সেসব ছেলেমেয়ে পড়াশুনা শেষ করে ক্যারিয়ার গড়ার কথা ভাবছে, কিংবা যারা স্নাতক পর্যায় থেকেই নিজেকে কর্মক্ষেত্রের উপযোগী করে তোলার জন্য চেষ্টা করছে, এই নেটওয়ার্কিং সেশন মূলত তাদের জন্য। অনলাইন সেশনে উপস্থিত ছিলেন এমন প্রায় ৪০জন শিক্ষার্থী যারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পড়ছেন কিংবা পাশ করে বের হয়েছেন। এই ছেলে-মেয়েদের ক্যারিয়ার ভাবনা, এবং তাদের সেই প্রস্তুতির বিভিন্ন খুটিনাটি নিয়ে কথা বলতে ২৪ অক্টোবর আয়োজিত এই অনলাইন নেটওয়ার্কিং সেশনে উপস্থিত ছিলেন তিনজন অতিথি- ডব্লিউপি ডেভেলপার এর প্রধান আসিফ এম রহমান, ব্রেইনস্টেশন ২৩ এর প্রধান রাইসুল কবির এবং জুমশেপার এর প্রধান কাওসার আহমেদ। তারা আজ কথা বলবেন তাদের ক্যারিয়ার গড়ার গল্প, তাদের প্রতিষ্ঠানে আমাদের এ প্রজন্মের ছেলেমেয়েদের সুযোগ এবং কর্মক্ষেত্রের জন্য নিজেকে তৈরী করার বিভিন্ন নির্দেশনা নিয়ে।
যেকোনো কিছুর সঙ্গে লেগে থাকলে একসময় সাফল্য আসবেই। কোনো কাজে সুনির্দিষ্ট কিছু সময় দিতেই হবে। অন্তত অফিসের জন্য তো বটেই। পাশাপাশি যে কাজে ইচ্ছা নেই বা কিছুদিন অভ্যাস করেও তা আয়ত্বে আসছে না তা বাদ দিয়ে অন্য কিছু করাই বুদ্ধিমানের কাজ।
চারপাশের ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা ধরণের উৎসকে কাজে লাগিয়েই যে একটা প্রতিষ্ঠান দাঁড় করানো যায় সে উদাহরণ তৈরি হয়ে গেছে। বিভিন্ন জনের ভাবনা, চিন্তা, পরামর্শগুলো সমন্বয় করে একেকটি কাজের শুরু, আছে তাতে সফলতাও। আর এভাবেই ২০০৫ সাল থেকে একটু একটু করে এগিয়ে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক-বিডিওএসএন এখন ১৫ বছরের কিশোর।
যারা জাপানে উচ্চশিক্ষার ব্যাপারে ভাবছেন তাদের জন্য জাপানে উচ্চশিক্ষার নিয়ে বহুল জিজ্ঞাসিত ২০টি প্রশ্ন (FAQ) এবং তার উত্তর।
গত ১৭ ই অক্টোবর, ২০২০ তারিখে “বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ” নিয়ে (হায়ার স্টাডি এবরোড) এইচএসএ টক এর ২য় পর্বের আলোচনা অনুষ্ঠিত হয়। এবারের আলোচনার বিষয় ছিল জাপানে উচ্চ শিক্ষার সুযোগ। এবারের পর্বে জাপানে উচ্চশিক্ষা নিয়ে বিভিন্ন বিষয়ের স্পষ্ট ধারণা দেয়া হয়। এ পর্বে উপস্থিত ছিলেন কিউশু ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক আশির আহমেদ, ওয়াসেদা বিশ্ববিদ্যালয় এর মাস্টার্স প্রোগ্রামের ছাত্রী সালমা আল-আমিরাহ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর শিক্ষক ডঃ মোঃ তানভীর এহসান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এর সাধারণ সম্পাদক জনাব মুনির হাসান।