চাকরি খুঁজব না, চাকরি দেব

চাকরি খুঁজব না, চাকরি দেব বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) এর একটি উদ্যোগ। আত্মকর্মসংস্থানে সকলকে উৎসাহিত ও অণুপ্রাণিত করার জন্য ২০১১ সালের ১৩ এপ্রিল ফেসবুকে একটি গ্রুপের মাধ্যমে এটির আত্মপ্রকাশ।

চাকরি খুঁজব না, চাকরি দেব

কর্মসংস্থানের একটি বড় অধ্যায় হল আত্মকর্মসংস্থান। যাঁরা উদ্যোক্তা তারা কেবল নিজের দায় নেন না, তাঁরা সমাজের বড় দায়ও কাধে নেন। আমাদের দুর্ভাগ্য যে, আমরা জাতির প্রতি দায়িত্ববান উদ্যোক্তা বেশি আকারে তৈরি করতে পারিনি। জাতীয় উদ্যোক্তা তৈরির পরিবর্তে এক ধরণের সুবিধাবাদী ও অতিমুনাফালোভী ব্যবসায়ী তৈরি হয়েছে বেশি। আমরা সচেতনভাবে উদ্যোক্তা শব্দটি ব্যবহার করছি, ব্যবসায়ী নয়। যারা নতুন ধারা গড়তে চায় তাদের জন্য এই গ্রুপ।
এই গ্রুপের ইশতেহারটি পাওয়া যাবে গ্রুপের দলিল অংশে- ইশতেহার নামে। (সরাসরি এই লিংকেও পাওয়া যাবে -
http://web.facebook.com/groups/117153591698089/doc/?id=150256718387776)

এই গ্রপের ট্যাগ লাইনঃ "পথে নামলেই কেবল পথ চেনা যায়। "

এই গ্রুপে পোস্ট করা, মন্তব্য করা ইত্যাদির একটি নীতিমালা আছে। সেটি সবার জন্য মেন চলা বাধ্যতামূলক; এখানে সেই নীতিমালাটি পাওয়া যাবে।

http://web.facebook.com/groups/uddokta/doc/333770033369776/

যারা ব্যবসা শুরুর কথা ভাবছেন তাদের জন্য একটি প্রথম পাঠ্য হল এস.এম.ই. ফাউন্ডেশনের ম্যানুয়াল (http://www.smef.org.bd/functions/dl_file.php?id=1&file=..%2Fmedia%2Fbm%2Fbusiness_manual_smef.pdf)

সবাইকে ধন্যবাদ।
===============

বর্তমানে অনেক প্রতিষ্ঠান ও ব্যক্তি উদ্যোক্তা উন্নয়নের জন্য কাজ করছেন। তাদের সবার জন্য শুভ কামনা। তবে, অনেকের নামের সঙ্গে আমাদের গ্রুপের নামের মিল থাকায় কতক ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে। সে জন্য গ্রুপের সকল অফিসিযাল সাইট/পেজ ও সহযোগি গ্রুপের লিংক নিচে দেওয়া হল।

গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইট - http://www.uddokta.net/
গ্রুপের অফিসিয়াল ফ্যানপেজ - https://web.facebook.com/uddoktabd

গ্রুপের সদস্য হওয়ার জন্য আবেদন ফরমঃ http://bit.ly/13xIuIh

===সহযোগী গ্রুপ ও পেজ===

প্রচারণা গ্রুপ - https://web.facebook.com/groups/uddoktaprocharona
প্রচারণা গ্রুপের পেজ https://web.facebook.com/uddoktaprocharona