শাহেদা মুস্তাফিজ। বাংলাদেশের প্রথম নারী প্রোগ্রামার। এ দেশের টেকনোলজি জগতে অন্যতম একটি নাম।
তিনি পড়াশোনা করেছেন অর্থনীতিতে। পরে যুক্তরাষ্ট্রের এনসিআর করপোরেশনে সফটওয়্যার আর্কিটেকচার নিয়ে এক বছরের প্রশিক্ষণ নেন। ১৯৭৬ সালে সেই প্রতিষ্ঠানের বাংলাদেশ শাখায় সিস্টেমস ম্যানেজার হিসেবে তার কর্মজীবন শুরু হয়। পরে বাংলাদেশে এনসিআরের কার্যক্রম লিডস করপোরেশন কিনে নিলে, লিডসে শুরু হয় তার কাজ।