বিডিওএসএনকে আমি শুভেচ্ছা জানাচ্ছি মেয়েদের জন্য বিশেষ করে একটি আইসিটি উইক আয়োজন করার জন্য। এই বিশেষ আয়োজনের প্রয়োজন আছে কারণ এখনো আইসিটি সেক্টরে মেয়েদের পদচারণা অনেক কম।
আমি বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগে পড়াশোনা করে এই বিভাগে দীর্ঘ ২৫ বছর ধরে শিক্ষকতা করছি। এর মধ্যে আমি উচ্চ শিক্ষার্থে যুক্তরাষ্ট্রে যাই। পুরো ব্যাচের মধ্যে হাতে গোনা কয়েকজন পিএইচডি করেছি। যা হয়তো ৫১০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে হাতে গোনা ৭/৮ জন মেয়ে PhD করেছেন। এইযে পরিচিত গন্ডি থেকে বেরিয়ে অবিবাহিতা অবস্থায় গবেষণা এবং উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে পা রাখা, এই পথটা মোটেও সহজ ছিল না। কারণ তখন ইন্টারনেটের অ্যাকসেস বা সহজপ্রাপ্য খুবই অপ্রতুল ছিল। পিএইচডি চলাকালীন আমি একাই সন্তানকে জন্ম দেই এবং বড় করতে থাকি। নানা প্রতিকূলতার মধ্যে আমি কিন্তু সাহস হারিয়ে পড়াটা ছেড়ে দেইনি।