Blog & News

Official blog of Bangladesh Open Source Network

শেষ হলো "স্ক্র্যাচ প্রোগ্রামিং বিষয়ে ৩ দিনের আবাসিক শিক্ষক প্রশিক্ষণ ক্যাম্প"

শেষ হলো "স্ক্র্যাচ প্রোগ্রামিং বিষয়ে ৩ দিনের আবাসিক শিক্ষক প্রশিক্ষণ ক্যাম্প"

গত ০২-০৪ জুন ২০২২ তারিখে ইএমকে সেন্টার ও আপন উদ্যোগ ফাউন্ডেশনে আয়োজিত হয়েছিল "স্ক্র্যাচ প্রোগ্রামিং বিষয়ে ৩ দিনের শিক্ষক প্রশিক্ষণ ক্যাম্প"। ইএমকে সেন্টারের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক "স্ক্র্যাচ প্রোগ্রামিং ফর টেক অ্যাডভান্সমেন্ট" এই প্রকল্পের আওতায় এই ক্যাম্পটি আয়োজন করে। ক্যাম্পে ২১ টি স্কুলের ২১ জন শিক্ষককে স্ক্র্যাচ প্রোগ্রামিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় যাতে করে শিক্ষকরা পরবর্তীতে তাদের নিজ নিজ স্কুলে শিক্ষার্থীদের স্ক্র্যাচ প্রোগ্রামিং শেখাতে পারেন।

ক্যাম্পে অংশগ্রহণকারী শিক্ষকরা হলেন, হাজি সদর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রওনক আফরোজা, ৪৫ নং মাধায়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাবনী রাণী সাহা, নামা কাতলাচাঁন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শাহ আলম, ইখারি কাতেঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লিপিকা পাত্র, আদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোসা. হানিফা সুলতানা, গোকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সালমা বেগম, বোগোইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফানসিনা আলম, রোকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জোবেদা আক্তার,পিরপুর ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাজিম উদ্দীন জুয়েল, খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ টি এম আশরাফুল আলম, নুমাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নুসরাত শায়লা, হাতিরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাহবুবুল আলম, বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইসরাত জাহান, তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ মাসুদ রানা, শাআন্তাহার হারভি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রতন কুমার বসাক, পল্লি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বি এম অসিউন, ওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সখীনুর আকতার, নবাব ফয়জুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আনিসুর রহমান, কারেক্টরেটস স্কুল অ্যান্ড কলেজের মোঃ আল আমীন, কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মহিমা বেগম, বাঁশগাড়ী নং-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রায়হানা হক।

৩  দিনব্যাপী  এই ক্যাম্পে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন-

  • মোল্লাহ রশীদ হুসেইন (সহকারী অধ্যাপক, ডিপার্টমেন্ট অব কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক)
  • ড. বি. এম. মাইনুল হোসাইন (সহযোগী অধ্যাপক, তথ্য ও প্রযুক্তি ইন্সটিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়)
  • ড.  নোভা আহমেদ (অধ্যাপক, ডিপার্টমেন্ট অব ইলেকট্রিক্যাল এ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, নর্থ সাউথ ইউনিভার্সিটি)
  • কাজী হাসান রবিন (জয়েন্ট সেক্রেটারী, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক)
  • নাসির খান সৈকত (অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক)
  • মোশারফ হোসাইন টিপু (কো-অর্ডিনেটর, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক)

ক্যাম্পের শেষদিন ৪ জুন ২০২২ তারিখে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন-

  • ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার
  • বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল
  • মুনির হাসান (জেনারেল সেক্রেটারী, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক)
  • প্রফেসর ড. এ কে এম রিয়াজুল হাসান (জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রাথমিক শিক্ষাক্রম কমিটির সদস্য)
  • মাসুম বিল্লাহ (কান্ট্রি ডিরেক্টর, ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ)
  • আইশা সিদ্দিকা (প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, ইএমকে সেন্টার)
  • শামশুন নাহার (মেকারল্যাব আউটরিচ অফিসার, ইএমকে সেন্টার)
  • পারভেজ হোসাইন (প্রধান নির্বাহী কর্মকর্তা, সোয়াপ)
  • লায়লা রহমান (ম্যানেজার, ব্র্যান্ড অ্যান্ড পার্টানারশিপ, সোয়াপ)