গত ০৩/০৩/২০২২ তারিখে চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হল "বিডি গার্লস কোডিং হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং ওয়ার্কশপ"
এই কর্মশালার মাধ্যমে হাইস্কুলের মেয়ে শিক্ষার্থীরা প্রোগ্রামিং ভাষা, কম্পাইলার, সি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর ধারণা পায়। শিক্ষার্থীদের ইনপুট, আউটপুট, ডাটা টাইপ, প্রাথমিক গাণিতিক অপারেশন গুলো কম্পাইলারে কোড লিখে অনুশীলন করানো হয়।