একটি টেলিকমিউনিকেশন কোম্পানী কিভাবে পরিচালিত হয় সে বিষয়ে স্নাতক শিক্ষার্থীদের ধারণা দিতে গত ১১ সেপ্টেম্বর বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) একটি জব এক্সপোজার ভিজিট আয়োজন করে। জব এক্সপোজার ভিজিটটি অনুষ্ঠিত হয় দেশের অন্যতম নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার গ্রামীনফোন লিমিটেড-এ। এ আয়োজনে দেশের দশটিরও বেশি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহন করে।
শিক্ষার্থীদের নিয়ে গ্রামীনফোনের মূল কর্পোরেট ভবন পরিদর্শনের মাধ্যমে সূচনা হয় এই এক্সপোজার ভিজিটের। এরপর গ্রামীনফোনের লার্নিং প্লাটফর্ম ‘গ্রামীনফোন একাডেমী’ সম্পর্কে শিক্ষার্থীদের ধারনা দিতে একটি সংক্ষিপ্ত প্রেজেন্টেশন দেয়া হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীনফোন লিমিটেড- এর চিফ ইউম্যান রিসোর্স অফিসার সৈয়দ তানভির হোসেন এবং বিডিওএসএন-এর চিফ এক্সিকিউটিভ অফিসার কানিজ ফাতেমা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের রোবোটিক প্রোসেস অটোমেশন (আরপিএ) নিয়ে ধারণা দেয়া হয়।
জব এক্সপোজার ভিজিটটি এনেবলিং সাসটেইনেবল ডেভলপমেন্ট গোল অফ বাংলাদেশ ফর ২০৩০ (ইএসডিজি) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়।