Blog & News

Official blog of Bangladesh Open Source Network

এইচএসএ টকঃ মার্কিন যুক্তরাষ্ট্রে স্নাতক প্রোগ্রামে ভর্তি নিয়ে আলোচনা

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক গত ২৫ ই অক্টোবর, ২০২০ তারিখ রবিবার “বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ” নিয়ে ৩য় পর্বের আলোচনার আয়োজন করে। এবারের আলোচনার বিষয় ছিল ইউএসএ। এবারের পর্বে ইউএসএ তে আন্ডারগ্রাজুয়েটে পড়াশুনা নিয়ে বিভিন্ন বিষয়ের স্পষ্ট ধারণা দেয়া হয়। এ পর্বে উপস্থিত ছিলেন এডুকেশন ইউএসএ এবং ইএমকে সেন্টারের আউটরিচ কোঅর্ডিনেটর রুহুল আমিন। আয়োজনটি সঞ্চালনা করেন এসপিএসবি এর একাডেমিক কাউন্সেলর ইব্রাহিম মোদাসসের।

img_20201027_124121-1.jpg


বিডিওএসএনঃ ইউএসএ তে বিশ্ববিদ্যালয় মোট কয়টি?
রুহুল আমিনঃ ইউএসএ তে ৪০০০ এরও বেশি বিশ্ববিদ্যালয় রয়েছে।

বিডিওএসএনঃ যারা ইউএসএ তে আন্ডারগ্রাজুয়েটে ভর্তি হতে চায় তাদের জন্য কোন কলেজগুলো আপনি পরামর্শ দিবেন?
রুহুল আমিনঃ এখানে দুই ধরনের কলেজ রয়েছে ।
১) ৪ বছরের কলেজঃ এখানে, সরকারি কলেজ ৭৫০টি এবং বেসরকারি কলেজ ২০৭২ টি। এই কলেজগুলোতে খরচ একটু বেশি হয়।
২) ২ বছরের কলেজঃ এখানে মোট কলেজ সংখ্যা ১৫২৮টি। এই কলেজগুলোতে খরচ কম।
বিডিওএসএনঃ ইউএসএ তে পড়ার জন্য কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত?
রুহুল আমিনঃ আমি মনে করি, ইউএসএ তে ভর্তি হতে কয়েকটি ধাপে প্রস্তুতি নিতে হয়।
১) প্রথমেই কোন কলেজে ভর্তি হবে তা নিশ্চিত করতে হবে। তাই কলেজগুলো সম্পর্কে আগেই জেনে নিতে হবে।
২) পড়াশুনার অর্থায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। কোন কলেজে কত খরচ পড়তে পারে সেই বিষয়ে জানতে হবে।
৩) আবেদন সম্পূর্ন করতে হবে।
৪) ভিসার জন্য আবেদন করতে হবে।
৫) সব কিছু নিশ্চিত হলে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।


বিডিওএসএনঃ স্নাতক প্রোগ্রামে আবেদন করতে কি কি যোগ্যতা লাগে?
রুহুল আমিনঃ আবেদন করতে কয়েকটি বিষয়ে প্রস্তুত থাকতে হয়।
১) উচ্চ মাধ্যমিকের সনদ থাকতে হবে।
২) মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নম্বরপত্র থাকতে হবে।
৩) আবেদন করতে হবে।
৪) টোফেল/ আইইএলটিএস/পিটিই/ডিইটি ভাষা পরীক্ষার স্কোর থাকতে হবে।
৫) স্যাট১/ স্যাট২ এপ্টিটুড টেস্টের স্কোর থাকতে হবে।
৬) পারসোনাল স্টেটমেন্ট/ কমন অ্যাপ প্রমট লিখতে হবে।
৭) রিকোমেন্ডেশন লেটার লিখতে হবে।
৮) এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস থাকলে তা ভর্তি নিশ্চিত করতে সহায়ক হয়।
৯) ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখাতে হবে ১ বছরের জন্য এটির জন্য যে কেউ স্পন্সার হতে পারে।


বিডিওএসএনঃ স্নাতক প্রোগ্রামে প্রতি বছর কত টাকা খরচ হতে পারে ইউএসএ তে?
রুহুল আমিনঃ এটি আসলে কলেজের উপর নির্ভর করে। বছরে ১৫-৭০ লাখ টাকা খরচ হতে পারে । কোন কলেজের ফি কত খরচ তার উপর নির্ভর করে।


বিডিওএসএনঃ কখন আবেদন করতে হয় কলেজগুলোতে?
রুহুল আমিনঃ মূলত ২টি সেশনে আবেদন করা যায়।
১) ফল সেশনঃ এই সেশনে ক্লাস শুরু হয় অগাস্ট – সেপ্টেম্বর এর মধ্যে।
২) স্প্রিং সেশনঃ এই সেশনে ক্লাস শুরু হয় জানুয়ারি- ফেব্রুয়ারি এর মধ্যে।
প্রতিটি সেশন শুরু হওয়ার ৬-৭ মাস আগে থেকে প্রস্তুত থাকতে হয়।


বিডিওএসএনঃ শিক্ষার্থীরা কীভাবে বিশ্ববিদ্যালয়গুলো খুজে পেতে পারে?
রুহুল আমিনঃ বিশ্ববিদ্যালয়গুলো খুজতে কয়েকটি খুব ভালো প্ল্যাটফরম আছে যেগুলো শিক্ষার্থীদের সহায়তা করতে পারে। যেমন-
https://www.petersons.com/college-search.aspx
আরো তথ্য পেতে এবং অনেক বিশ্ববিদ্যালয়ে একসাথে আবেদন করতে আরো একটি প্ল্যাটফরম আছে-
https://www.commonapp.org/explore/


বিডিওএসএনঃ ইউএসএ ভর্তির ক্ষেত্রে ইংলিশ এবং বাংলা মিডিয়ামের মধ্যে সুযোগের কোনো পার্থক্য আছে কি?
রুহুল আমিনঃ না। ভর্তির ক্ষেত্রে সুযোগের কোনো পার্থক্য নেই। কিন্তু আমার মনে হয়, আমাদের দেশের বাবা মায়েদের চেষ্টা থাকেনা বেশিরভাগ ক্ষেত্রে।


বিডিওএসএনঃ ধন্যবাদ আপনাকে, আমাদের স্টুডিও তে আসার জন্য।
রুহুল আমিনঃ আপনাকেও অনেক ধন্যবাদ।