মার্কিন যুক্তরাষ্ট্রে স্নাতক প্রোগ্রামে ভর্তির সুযোগ নিয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ) এবং তার উত্তর।
প্রশ্নঃ ইউএসএ তে মোট কয়টি বিশ্ববিদ্যালয় রয়েছে?
উত্তরঃ ইউএসএ তে ৪০০০ এরও বেশি বিশ্ববিদ্যালয় রয়েছে।
প্রশ্নঃ যারা ইউএসএ তে আন্ডারগ্রাজুয়েটে ভর্তি হতে চায় তাদের জন্য কোন কলেজগুলো আপনি প্রাধান্য দিবেন?
উত্তরঃ এখানে দুই ধরনের কলেজ রয়েছে ।
১) ৪ বছরের কলেজঃ এখানে, সরকারি কলেজ ৭৫০টি এবং বেসরকারি কলেজ ২০৭২ টি। এই কলেজগুলোতে খরচ একটু বেশি হয়।
২) ২ বছরের কলেজঃ এখানে মোট কলেজ সংখ্যা ১৫২৮টি। এই কলেজগুলোতে খরচ কম।
প্রশ্নঃ ইউএসএ তে পড়ার জন্য কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত?
উত্তরঃ আমি মনে করি, ইউএসএ তে ভর্তি হতে কয়েকটি ধাপে প্রস্তুতি নিতে হয়।
১) প্রথমেই কোন কলেজে ভর্তি হবে তা নিশ্চিত করতে হবে। তাই কলেজগুলো সম্পর্কে আগেই জেনে নিতে হবে।
২) পড়াশুনার অর্থায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। কোন কলেজে কত খরচ পড়তে পারে সেই বিষয়ে জানতে হবে।
৩) আবেদন সম্পূর্ন করতে হবে।
৪) ভিসার জন্য আবেদন করতে হবে।
৫) সব কিছু নিশ্চিত হলে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।
প্রশ্নঃ স্নাতক প্রোগ্রামে আবেদন করতে কি কি যোগ্যতা লাগে?
উত্তরঃ আবেদন করতে কয়েকটি বিষয়ে প্রস্তুত থাকতে হয়।
১) উচ্চ মাধ্যমিকের সনদ থাকতে হবে।
২) মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নম্বরপত্র (ট্রান্সক্রিপ্ট) থাকতে হবে।
৩)তারপর আবেদন করতে হবে।
৪) টোফেল/ আইইএলটিএস/পিটিই/ডিইটি ভাষা পরীক্ষার নুন্যতম স্কোর থাকতে হবে।
৫) স্যাট১/ স্যাট২ এপ্টিটুড টেস্টের স্কোর থাকতে হবে।
৬) পারসোনাল স্টেটমেন্ট/ কমন অ্যাপ প্রমট লিখতে হবে।
৭) রিকোমেন্ডেশন লেটার লিখতে হবে।
৮) এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস থাকলে তা ভর্তি নিশ্চিত করতে সহায়ক হয়।
৯) ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখাতে হবে ১ বছরের জন্য এটির জন্য যে কেউ স্পন্সার হতে পারে।
প্রশ্নঃ কমন অ্যাপ প্রমট কি?
উত্তরঃ এটি একটি এডমিশন প্ল্যাটফরম।এখানে কেন এডমিশন নিতে চাই তা নিয়ে একটি স্টেট্মেন্ট বা রচনা লিখতে হয়।
প্রশ্নঃ ইউএসএ তে স্নাতক প্রোগ্রামে প্রতি বছর কত টাকা খরচ হতে পারে ইউএসএ তে?
উত্তরঃ এটি আসলে কলেজের উপর নির্ভর করে। বছরে ১৫-৭০ লাখ টাকা খরচ হতে পারে । কোন কলেজের ফি কত খরচ তার উপর নির্ভর করে।
প্রশ্নঃ কখন আবেদন করতে হয় কলেজগুলোতে?
উত্তরঃ মূলত ২টি সেশনে আবেদন করা যায়।
১) ফল সেশনঃ এই সেশনে ক্লাস শুরু হয় অগাস্ট – সেপ্টেম্বর এর মধ্যে।
২) স্প্রিং সেশনঃ এই সেশনে ক্লাস শুরু হয় জানুয়ারি- ফেব্রুয়ারি এর মধ্যে।
প্রতিটি সেশন শুরু হওয়ার ৬-৭ মাস আগে থেকে প্রস্তুত থাকতে হয়।
প্রশ্নঃ স্যাট ১ এর জন্য কিভাবে প্রস্তুতি নিতে হয়?
উত্তরঃ এই পরীক্ষায় আসে মূলত গণিত এবং ইংরেজি।
গণিত এর ক্ষেত্রে, উচ্চ মাধ্যমিকের বই যদি কেও খুব ভালোভাবে শেষ করতে পারে তাহলে গণিতে ভালো নম্বর পাওয়া সম্ভব।
ইংরেজির ক্ষেত্রে, প্রব্লেম সল্ভিং, ক্রিটিকাল এনালাইসিস, রিডিং কম্প্রিহেনশন এই পার্টগুলো থেকে প্রশ্ন আসে। এইসব বিষয় ভালোভাবে আয়ত্ত করলে ভালো স্কোর করা সম্ভব।
প্রশ্নঃ স্যাট ১ পাশ করতে কতদিনের প্রস্তুতি লাগে?
উত্তরঃ গণিতের ক্ষেত্রে ২-৩ মাস এবং ইংরেজির ক্ষেত্রে সর্বনিম্ম ৪-৫ মাস সময় লাগে।
প্রশ্নঃ আবেদন করার সময় স্নাতক প্রোগ্রামে কতগুলো কলেজে আবেদন করা উচিত?
উত্তরঃ সর্বনিম্ম ৬টি কলেজে আবেদন করা উচিত।
প্রশ্নঃ শিক্ষার্থীরা কীভাবে বিশ্ববিদ্যালয়গুলো খুজে পেতে পারে?
উত্তরঃ বিশ্ববিদ্যালয়গুলো খুজতে কয়েকটি খুব ভালো প্ল্যাটফরম আছে যেগুলো শিক্ষার্থীদের সহায়তা করতে পারে। যেমন-
https://www.petersons.com/college-search.aspx
আরো তথ্য পেতে এবং অনেক বিশ্ববিদ্যালয়ে একসাথে আবেদন করতে আরো একটি প্ল্যাটফরম আছে-
https://www.commonapp.org/explore/
প্রশ্নঃ কখন কলেজগুলোর খোজ করা উচিত?
উত্তরঃ সবার প্রথমেই কলেজ খোজ করে নির্ধারন করা উচিত যে কোথায় ভর্তি হবে।
প্রশ্নঃ ইউএসএ তে স্নাতক প্রোগ্রামে টিউশন ফি কমানো কি সম্ভব?
উত্তরঃ ইউএসএর কলেজগুলোতে বিভিন্ন ধরনের স্কলারশীপ দেয়া হয়। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য-
- একাডেমিক স্কলারশীপ
- প্রথমবর্ষ স্কলারশীপ
- সার্ভিস বেসড স্কলারশীপ
- এম্বাসেডর প্রোগ্রাম
- কো-অপঃ একটা নির্দিষ্ট ক্রেডিট শেষ হওয়ার পর উপবৃত্তি দেয়া হয়।
- অন-ক্যাম্পাস জব
প্রশ্নঃ ফান্ড পেতে কি কি যোগ্যতা লাগে?
উত্তরঃ ফান্ড পেতে কিছু বিষয়ে দক্ষতা থাকতে হয়-
- প্রাতিষ্ঠানিক অর্জন
- টেস্ট স্কোর
- স্পেশাল ট্যালেন্ট
- লিডারশীপ পটেনশিয়াল
প্রশ্নঃ ইউএসএ ভর্তির ক্ষেত্রে ইংলিশ এবং বাংলা মিডিয়ামের মধ্যে সুযোগের কোনো পার্থক্য আছে কি?
উত্তরঃ না।
প্রশ্নঃ কীভাবে নিজেকে প্রস্তুত করতে হবে?
উত্তরঃ টোটাল এডমিশন হবে ১ বছরে। এডমিশ্নের সর্বনিম্ম ৬ মাস আগে সব ডকুমেন্ট এবং টেস্ট প্রস্তুত রাখতে হবে। সিজিপিএ সর্বনিম্ম ৩.৫০ থাকা ভালো এবং বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলাম একটিভিটিস থাকলে ভর্তিতে সহায়তা হয়। কারো যদি আইটি স্কিল থাকে তাহলে তা ভর্তির ক্ষেত্রে কার্যকরী হতে পারে।
প্রশ্নঃ যারা বর্তমানে স্কুলে পড়ে তারা কীভাবে গাইডলাইন পেতে পারে?
উত্তরঃ কমন অ্যাপ নামে একটি প্ল্যাটফরম আছে যেখানে ভর্তির জন্য যা যা প্রয়োজন তা স্টেপ বাই স্টেপ সব দেয়া আছে।
প্রশ্নঃ স্নাতক প্রোগ্রামের জন্য কোন বিশ্ববিদ্যালয় কেমন তা কিভাবে খুজে বের করা যায়?
উত্তরঃ বিশ্ববিদ্যালয়ের রিভিউ এর জন্য কয়েকটি সাইট আছে –
https://www.usnews.com/best-colleges
প্রশ্নঃ কভিড-১৯ এর কারণে ভর্তির ক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে কি?
উত্তরঃ কিছু সমস্যা হবেই তা হলো-
- ভর্তি এবং স্কলারশীপ এর জন্য প্রতিযোগীতা বেড়ে গেছে
- ভিসা প্রসেসিং মন্থর হয়ে গেছে
- বেসরকারি ফান্ডিং কমে গেছে
প্রশ্নঃ কভিড-১৯ এর জন্য যাদের এইচএসসি বাতিল হয়ে গেছে তাদের ভর্তিতে কোনো প্রভাব পড়বে কি?
উত্তরঃ যদি সরকার তাদের কোনো সনদ বা নম্বরপত্র দেয় তাহলে এই ক্ষেত্রে কোনো সমস্যা হবেনা।