Blog & News

Official blog of Bangladesh Open Source Network

ডাটাথনের চূড়ান্ত বিজয়ী ঘোষণার মাধ্যমে শেষ হল অ্যাডা লাভলেস সেলিব্রেশন

ডাটাথন প্রতিযোগীতায় বিজয়ী ঘোষণার মধ্য দিয়ে শেষ হল দুইদিনের অ্যাডা লাভলেস সেলিব্রেশন-২০২১। চূড়ান্ত প্রতিযোগীতায় মোট ৩৭টি দল থেকে তিনটি দলকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীরা হলেন, চ্যাম্পিয়ন দল টিম রিইনফোর্সড নুবস, প্রথম রানার আপ টেসেরা, দ্বিতীয় রানার আপ ডিইউ হুরুক্কা।চ্যাম্পিয়ন দল ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, প্রথম রানার আপ বুয়েট এবং দ্বিতীয় রানার আপ ঢাকা বিশ্ববিদ্যালয়। চ্যাম্পিয়ন দল ১৫ হাজার টাকা, প্রথম রানার আপ ১০ হাজার টাকা এবং দ্বিতীয় রানার আপ পাবেন ৫ হাজার টাকা।


গত ২৬ ও ২৮ জানুয়ারি HerWILL এবং বিডিওএসএনের ইএসডিজি৪বিডি প্রকল্পের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত ডাটাথনের চূড়ান্ত প্রতিযোগীতায় অংশ নেন ৩৮ দলের ১৪৪ জন প্রতিযোগী। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর তিনবছর মেয়াদী প্রকল্প ইএসডিজি৪বিডি আয়োজিত ২য় অ্যাডা লাভলেস সেলিব্রেশনে প্রথমবারের মতো ডাটাথন নিয়ে সহআয়োজনে ছিল যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান HerWILL। ডাটাথনের কর্মশালাগুলো পরিচালনা করেন সৈয়দা তানযীম হক, অপারেশনাল লিড, হারউইল, ডেটা সায়েন্টিস্ট, চেক২৪, জার্মানি, ফিলিপ আঙ্গারার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সেলারিটিবায়ো, যুক্তরাষ্ট্র, ক্যারোলাইনা উওর্ফ, সায়েন্স ম্যানেজার, হেল্মহল্টজ, জার্মানি, সাব্বির আহমেদ, এইচসিআই গবেষকসহ অনেকেই। এতে সার্বিক টেকনিক্যাল সহযোগীতায় ছিল বিডিওএসএনের ইএসডিজি৪বিডি প্রজেক্ট।

Session Image


Herwill নারীদের মধ্যে সুপ্ত প্রতিভা অনুসন্ধান এবং লিঙ্গসমতার জন্য তাঁদের ক্ষমতায়নের বিষয়ে কাজ করে। এদিকে নারীকে তথ্যপ্রযুক্তিতে উদ্বুদ্ধকরণ ও দক্ষ করে তুলতে কাজ করে বিডিওএসএনের ইএসডিজি৪বিডি প্রকল্প। এর আগে, দুইদিনের অ্যাডা লাভলেস সেলিব্রেশন শুরু হয় ২৯ জানুয়ারি সকাল সাড়ে আটটা থেকে। বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কি নোট প্রেজেন্টেশন ও আলোচনার মধ্য দিয়ে শুরু হয় মূল আয়োজন। দুইদিনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে মোট ৭টি সেশন পরিচালনা করা হয়। সেশনগুলোতে আইটি সেক্টরের উদ্যোক্তা, এক্সপার্ট, নীতিনির্ধারক, চাকুরিজীবীরা তাদের জীবনের গল্প বলেন ও নানাদিক নির্দেশনা দেন অংশগ্রহণকারীদের।বিভিন্ন সেশনে আলোচনা করা হয়, আস্ক মি এনিথিং অ্যাবাউট স্টাডি অ্যাবরোড, সাইবার সিকিউরিটি, পলিসি এন্ড ল এনফোর্সমেন্ট, হাউ টু বি অ্যা সাসটেইনেবল লিডার, আড্ডা: ওয়ার্কিং উইথ দ্য টেক জায়ান্টস, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ক্যাপচার্স ল্যাঙ্গুয়েজ অফ লাইফ রিটেন ইন প্রোটেইনস ইত্যাদি।

অ্যাডা লাভলেস বিশ্বের প্রথম নারী প্রোগ্রামার ও বিখ্যাত ব্রিটিশ কবি লর্ড বায়রনের মেয়ে। তাকে স্মরণ করতে তার নামে এই সেলিব্রেশন করে থাকে বিডিওএসএনের ইএসডিজি৪বিডি প্রকল্প।