হাইস্কুলের মেয়েদের কম্পিউটার প্রোগ্রামিং দক্ষতা বাড়ানোর জন্য শুরু হয়েছে বিডি গার্লস কোডিং প্রকল্প। এর আওতায় মেয়েদের জন্য শুরু হচ্ছে ছয়দিনব্যাপী বেসিক টু অ্যাডভান্স প্রোগ্রামিং কোর্স। এই কোর্সে প্রাথমিক পর্যায়ের কোডিং থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত প্রোগ্রামিং শেখানো হবে। আমেরিকা ভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান এডুকেশনাল চ্যারিটেবল এন্ড হিউম্যানিটারিয়ান অর্গানাইজেশন (ইকো-ইউএসএ)-এর পৃষ্ঠপোষকতায় ইকো-বিডি ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) বিডি গার্লস কোডিং প্রকল্পটি পরিচালনা করছে।
আগামি ১৫ থেকে ২১ জানুয়ারি অনলাইনে মেয়েদের জন্য বেসিক টু অ্যাডভান্স প্রোগ্রামিং কোর্স করানো হবে। কোর্সে মোট ছয়টি ক্লাসে মেয়েদেরকে কোডিং শেখানো হবে। প্রথমে মেয়েদেরকে প্রোগ্রামিং কি ও কেন, এ বিষয়ে ধারণা দেওয়া হবে। এরপর হাতেখড়ির মাধ্যমে প্রাথমিক কোডিং শেখানো হবে। একইসঙ্গে প্রোগ্রামিংয়ে দক্ষতা বৃদ্ধি করে প্রযুক্তিভিত্তিক শিক্ষায় যুক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামিং শেখার পথ চিনিয়ে দেওয়া হবে। কোর্স পরিচালনা করবেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের স্বেচ্ছাসেবক ও মস্কো ইন্সটিটিউট অব ফিজিক্স অ্যান্ড টেকনোলজির গবেষণা সহকারী ও শিক্ষার্থী হুমায়ুন কবির।
উল্লেখ্য, প্রযুক্তিখাতে নারী উদ্যক্তাদের যুক্ত করতে হলে স্কুল পর্যায় থেকেই মেয়েদের কোডিং শেখানো প্রয়োজন। এজন্য হাইস্কুলের পাঠ্যবইয়ে প্রোগ্রামিং বিষয়টি যুক্ত করেছে বাংলাদেশ সরকার। ক্লাসরুমে পাঠ শেখার ক্ষেত্রে এগিয়ে থাকার জন্য এই প্রকল্প থেকে চেষ্টা চালানো হচ্ছে। প্রোগ্রামিংয়ের সঙ্গে পরিচিত করার জন্য এই প্রকল্পের আওতায় পিছিয়ে পড়া স্কুল ও প্রান্তিক এলাকার স্কুলে প্রোগ্রামিং ক্যাম্প, কর্মশালা ও প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। সারাদেশে অফলাইন ও অনলাইন কার্যক্রম পরিচালনা করে স্কুলের মেয়ে শিক্ষার্থীদেরকে প্রোগ্রামিং সম্পর্কে সচেতন করার মাধ্যমে ভবিষ্যতের বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে কাজের উপযুক্ত করে গড়ে তোলার লক্ষ্যে পরিচালিত হচ্ছে এ সকল কার্যক্রম।
প্রকল্পে সহযোগিতা করছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ কম্পিউটার সমিতি, বাংলাদেশ ওমেন ইন টেকনোলজি এবং ইন্টারনেট সোসাইটি-বাংলাদশ চ্যাপ্টার।