Blog & News

Official blog of Bangladesh Open Source Network

আশুলিয়ার শেফা ইন্সটিটিউটে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং ক্যাম্প অনুষ্ঠিত

আশুলিয়ার শেফা ইন্সটিটিউটে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং ক্যাম্প অনুষ্ঠিত

গত আট ডিসেম্বর সাভারের আশুলিয়ায় আয়োজিত হল বিডি গার্লস কোডিং প্রকল্পের প্রথম ক্যাম্প “হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং ক্যাম্প”। ইকো বাংলাদেশ ও ইকো ইউএসএর সহায়তায় মেয়েদের প্রোগ্রামিং শেখানোর জন্য এই ক্যাম্পটি আয়োজন করা হয়। ক্যাম্পে তৃতীয় থেকে দশম শ্রেণির ৭০ জন মেয়ে শিক্ষার্থী অংশগ্রহণ করে। 

কর্মশালায় শিক্ষার্থীদেরকে কম্পিউটার প্রোগ্রামিংয়ের সাথে পরিচিত করানো হয়, সি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এবং কোডব্লকস কম্পাইলার ব্যবহার করে প্রোগ্রামিং এর প্রাথমিক ধারনা দেয়া হয়। শিক্ষার্থীদের প্রোগ্রামিং এর প্রাথমিক ধারনা গুলো যেমন- ডাটা টাইপ, ইনপুট-আউটপুট, গাণিতিক অপারেশন (যোগ, বিয়োগ, গুন, ভাগ, মডুলাস) শিখানো হয়। তাদেরকে কম্পাইলারে কোড লিখতে দেয়া হয়।

এই ক্যাম্প আয়োজনের ফলে শিক্ষার্থীরা প্রোগ্রামিং-এ আগ্রহী হয়। এই স্কুলের শিক্ষার্থীদের কাছে কম্পিউটার প্রোগ্রামিং নতুন হলেও প্রগ্রামিং এর ধারণাগুলো সহজেই আয়ত্ত করে এবং নিজ হাতে কোড লেখে।

উল্লেখ্য, নভেম্বর মাসের এক তারিখ থেকে প্রাথমিকভাবে শুরু হয়েছে গার্লস কোডিং প্রকল্প। এডুকেশনাল চ্যারিটেবল এন্ড হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন (ইকো) এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) মেয়ে শিক্ষার্থীদের কোডিং শেখানোর জন্য এই প্রকল্প গ্রহণ করেছে।  স্কুলের মেয়ে শিক্ষার্থীদেরকে প্রোগ্রামিংয়ের সঙ্গে পরিচিত করা এবং সচেতনতা তৈরির মাধ্যমে ভবিষ্যতের বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে কাজের উপযুক্ত করে গড়ে তোলার লক্ষ্যে যৌথভাবে কাজ করার জন্য এই প্রকল্প কাজ করছে। এছাড়া প্রকল্পের মাধ্যমে ইকো বাংলাদেশ ও বিডিওএসএন সম্মিলিতভাবে সারাদেশে স্কুলের মেয়েদের জন্য প্রোগ্রামিং শেখানোর ওয়ার্কশপ ও প্রোগ্রামিং কন্টেস্ট আয়োজন করবে।

 

ভেন্যু- শেফা ইন্সটিটিউট