Blog & News

Official blog of Bangladesh Open Source Network

আনিসুল হক কোহর্ট উদ্যোক্তা হাট

"আনিসুল হক কোহর্ট ফর গ্রোথ অফ উইমেন অন্ট্রোপ্রেইনারশিপ" প্রকল্পের আওতায় রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে আনিসুল হক কোহর্ট উদ্যোক্তা হাট। গত ২৮ জুন সকালে ধানমন্ডির মাইডাস সেন্টারে উদ্যোক্তা হাট উদ্বোধন করেন নিজ ক্ষেত্রে প্রসংশিত চারজন নারী। বিকালে হাট পরিদর্শন করেন আনিসুল হক ফাউন্ডেশনের ফাউন্ডার প্রেসিডেন্ট ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর ভাইস চ্যান্সেলর ড. রুবানা হক।নারী উদ্যোক্তাদের কাজের সক্ষমতা তৈরি, নেটওয়ার্ক সম্প্রসারণ, পরামর্শ প্রদান এবং স্থানীয় ও বৈশ্বিক বাজারের সঙ্গে সংযোগের সুযোগ করে দেওয়া হাটের উদ্দেশ্য। হাটে উদ্যোক্তারা তাঁদের পণ্য ও সেবা প্রদর্শন করেছেন।

এ তালিকায় আছে রান্নাঘরের মসলা থেকে শুরু করে পোশাক, চামড়াজাত পণ্য, খাদ্যসামগ্রী, হাতে তৈরি অলংকার, চিকিৎসা, বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক পরামর্শ সেবাসহ বিভিন্ন ধরনের অনলাইনভিত্তিক সেবা।

 

 

ভিডিও

প্রথম আলো- ভিডিও বিডিওএসএন-  ভিডিও উদ্যোক্তা বার্তা-ভিডিও নাগরিক টিভি-ভিডিও মাকসুদা আজিজ- ভিডিও

 

 

 ফটো

UddoktaHaatCollage

 

 

নিউজ

আপন বিচিত্রা ভয়েসবিডি ২৪ প্রথম আলো টেকভিশন
উদ্যোক্তা বার্তা মানবকন্ঠ আরটিভি অনলাইন জাগো নিউজ ২৪
একুশে সংবাদ বি বার্তা রাইজিং বিডি নাগরিক টিভি 
টেকভিশন