Blog & News

Official blog of Bangladesh Open Source Network

৫ কোটি সদস্যের প্ল্যাটফর্ম বিকাশের মার্চেন্ট সুবিধা পাবে আনিসুল হক কোহর্ট এর নারী উদ্যোক্তারা

৫ কোটি সদস্যের প্ল্যাটফর্ম বিকাশের মার্চেন্ট সুবিধা পাবে আনিসুল হক কোহর্ট এর নারী উদ্যোক্তারা। নিজেদের ব্র‍্যান্ড, উৎপাদিত পণ্য এবং সেবা নিয়ে বিকাশের অফিসিয়াল ফেসবুক পেজ এবং অ্যাপ এর মাধ্যমে পৌছানো যাবে কাস্টমারদের কাছে। এর মাধ্যমে নারী উদ্যোক্তারা বিকাশ বিজনেস ড্যাশবোর্ডে এর পেমেন্ট লিংকের মাধ্যমে খুব সহজে বিকাশের পার্সোলান রিটেইল একাউন্টের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন করা যাবে। ট্রেড লাইসেন্স না থাকলেও পাওয়া যাবে ৩ লাখ টাকা পর্যন্ত মার্চেন্ট লেনদেনের সুবিধা। ঢাকা উত্তরের প্রয়াত মেয়র আনিসুল হকের নামে নারী উদ্যোক্তাদের একটি কোহর্টের সদস্যদের ১৫ জুন বুধবার অনলাইনে একটি প্রশিক্ষণ সেশন আয়োজিত হয়। এসকল তথ্য এই সেশনে জানান বিকাশের সিনিয়র এক্সিকিউটিভ সৈয়দ মোস্তফা তানভীর হাসান।

bKash Annisul Huq Cohort Photo 15 June 2022

প্রয়োজনীয় তথ্য ও গাইডলাইন, আর্থিক ও মানসিক সাপোর্ট এবং প্রোডাক্ট, মার্কেট ও আর্থিক ব্যবস্থাপনায় প্রশিক্ষণ নারী উদ্যোক্তাদের পরবর্তী ধাপে উত্তরণের সহায়ক। তাই এসব খাতে সংশ্লিষ্টদের এগিয়ে আসা প্রয়োজন। আনিসুল হক কোহর্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তায় নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে এই সেশনের আয়োজন করেছে। আনিসুল হক ফাউন্ডেশন, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও চাকরি খুঁজব না চাকরি দেব গ্রুপের যৌথ আয়োজনে ৭ মাস ব্যাপী এই কোহর্টে ৩৪ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করছেন। সহযোগিতায় রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের আনিসুল হক স্টাডি সেন্টার, ইনোভেশন এন্ড অন্ট্রোপ্রেনিওরশিপ ডিপার্টমেন্ট এবং নাগরিক টিভি।

আয়োজকরা জানান কোহর্ট সদস্যদের ছয় মাস ধরে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহায়তা দেওয়া হচ্ছে। এইসব সেশনে নারী উদ্যোক্তারা তাদের ব্যবসার বৃদ্ধির বিভিন্ন দিক সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি নির্দেশনা ও প্রশিক্ষণ পাচ্ছেন। অংশগ্রহণকারীরা নিজেদের ব্যবসার ধরণ বিশ্লেষণ করার পাশাপাশি কীভাবে তা বিস্তৃত করা যায় তার পরিকল্পনা তৈরি করছেন। তাদের পরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। এই সকল সেশনে মেন্টর ও অতিথি হিসেবে উপস্থিত থাকছেন বিশিষ্ট উদ্যোক্তা ও ব্যবসা বিশেষজ্ঞগণ।