বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) , বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কে (বিডিওএসএন) এর একটি অঙ্গসংস্থা যেটি সারাদেশে বিজ্ঞান ভিত্তিক কার্যক্রম পরিচালনা করে। এসপিএসবি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে (NMST) একটি বিজ্ঞান ক্লাব হিসেবে নিবন্ধিত।
পদের নাম: সহকারী প্রোগ্রাম অফিসার
সংস্থা: বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (Society for the Popularization of Science, Bangladesh - SPSB)
রিপোর্টিং: সভাপতি, সাধারণ সম্পাদক প্রোগ্রাম অফিসার
কাজের স্থান: ঢাকা (কাজের প্রয়োজনে দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করতে হতে পারে)
কাজের সময়কাল: পূর্ণকালীন
বেতন: মাসিক ২৫,০০০ টাকা
কাজের উদ্দেশ্য:
সহকারী প্রোগ্রাম অফিসারের প্রধান উদ্দেশ্য হলো বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির (এসপিএসবি)-এর বার্ষিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন, বিভিন্ন বিজ্ঞান বিষয়ক প্রোগ্রামের সফল আয়োজন ও ব্যবস্থাপনা এবং নিয়মিত কার্যক্রমগুলোর তত্ত্বাবধানে প্রোগ্রাম অফিসারকে সহায়তা করা। এই পদে নিয়োজিত ব্যক্তি সংগঠনের লক্ষ্য অর্জনে এবং বিজ্ঞান জনপ্রিয়করণের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
সহকারী প্রোগ্রাম অফিসারের দায়িত্ব ও কর্তব্য:
• বার্ষিক কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রোগ্রাম অফিসারকে সহায়তা করা।
• নতুন স্বেচ্ছাসেবক সংগ্রহ, সমন্বয় ও তাদের প্রশিক্ষণ/কর্মশালায় সহায়তা করা।
• এসপিএসবি'র আয়-ব্যায়ের ও বিভিন্ন প্রোগ্রামের খরচের হিসেব রাখা।
• শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেসের প্রস্তাবনা, বাস্তবায়ন ও রিপোর্টে সহায়তা করা।
• বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (বিডিজেএসও) সামগ্রিক সমন্বয় ও বাস্তবায়নে সাহায্য করা।
• এসপিএসবি'র বিভিন্ন আন্তর্জাতিক দিবস, বিজ্ঞান বক্তৃতা, ক্যাম্প ও কুইজ তত্ত্বাবধানে সহায়তা করা।
• এসপিএসবি'র প্রোগ্রামগুলোর জন্য প্রচার-প্রচারণা ও কমিউনিকেশন করা।
• সরকারি ও বেসরকারি স্টেকহোল্ডারদের সাথে যোগাযোগ ও সমন্বয়ে প্রোগ্রাম অফিসারকে সাহায্য করা।
• নতুন বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান পরিকল্পনা ও বাস্তবায়ন করা।
• এসপিএসবির মুখপত্র “মুক্তবার্তা” প্রকাশের প্রক্রিয়ায় সহায়তা করা।
• প্রোগ্রামের বাজেট ও লজিস্টিক ব্যবস্থাপনা করা।
• প্রোগ্রামের অগ্রগতি ও অন্যান্য বিষয়ে নিয়মিত রিপোর্ট প্রদানে সহায়তা করা।
• সংগঠনের প্রয়োজনে কমিটি কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করা।
প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা:
• যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। (বিজ্ঞান বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে)।
• সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১-২ বছরের কাজের অভিজ্ঞতা (প্রোগ্রাম ম্যানেজমেন্ট বা ইভেন্ট ম্যানেজমেন্টে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার)।
• প্রকল্প ব্যবস্থাপনা এবং বাস্তবায়নের মৌলিক জ্ঞান।
• যোগাযোগ (লিখিত ও মৌখিক) এবং আন্তঃব্যক্তিক দক্ষতা।
• সাংগঠনিক দক্ষতা এবং সময় ব্যবস্থাপনার ক্ষমতা।
• সমস্যা সমাধান এবং অবস্থা বুঝে চিন্তাভাবনার দক্ষতা।
• কম্পিউটার এবং প্রয়োজনীয় সফটওয়্যার (যেমন - মাইক্রোসফট অফিস স্যুট) এর ব্যবহার সম্পর্কে জ্ঞান।
• বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল যোগাযোগ করার দক্ষতা।
আচরণগত যোগ্যতা:
• বিজ্ঞান জনপ্রিয়করণের প্রতি গভীর আগ্রহ ও উৎসাহ।
• দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা এবং নেতৃত্ব দেওয়ার সক্ষমতা।
• দায়িত্বশীল, উদ্যোগী এবং সময়নিষ্ঠ।
• চমৎকার আন্তঃব্যক্তিক সম্পর্ক এবং সমন্বয় করার ক্ষমতা।
• চাপ মোকাবেলা করার সক্ষমতা এবং নমনীয়তা।
• নতুন ধারণা শিখতে এবং প্রয়োগ করতে আগ্রহী।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের আগামী মে ০৩, ২০২৫ ইং তারিখের মাঝে আবেদন জমা দিতে অনুরোধ করা হচ্ছে। আবেদন পাওয়ার সাথে সাথেই প্রার্থী বাছাই কার্যক্রম শুরু হবে, এবং যোগ্য প্রার্থী পাওয়া সাপেক্ষে আবেদন গ্রহণ চলমান থাকবে। যোগ্য প্রার্থী পাবার সাথে সাথেই আবেদন গ্রহণ বন্ধ হয়ে যাবে। তাই আবেদনের শেষদিন পর্যন্ত অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব আবেদন পত্র পাঠানোর পরামর্শ দেয়া হল।
এসপিএসবি সম্পর্কে বিস্তারিত জানা যাবে এখানে- https://spsb.org/
আবেদন পাঠাতে হবে এই ইমেইল এড্রেসে-
বিঃদ্রঃ এই জব ডেসক্রিপশনটি একটি সাধারণ কাঠামো প্রদান করে এবং এটি সংস্থার প্রয়োজন অনুযায়ী পরিবর্তিত হতে পারে।