Blog & News

Official blog of Bangladesh Open Source Network

কুমিল্লা জিলা স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো দিনব্যাপী রোবটিক্স, প্রোগ্রামিং ও বিজ্ঞান বিষয়ক কর্মশালা

কুমিল্লা জিলা স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো দিনব্যাপী রোবটিক্স, প্রোগ্রামিং ও বিজ্ঞান বিষয়ক কর্মশালা

কুমিল্লা জিলা স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো দিনব্যাপী রোবটিক্স, প্রোগ্রামিং ও বিজ্ঞান বিষয়ক কর্মশালা। কুমিল্লা জেলা শহরের স্কুলগুলো থেকে নির্বাচিত দুই শতাধিক শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করে। কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর প্রশিক্ষকেরা। 

 

কুমিল্লা জেলায় জেলা প্রশাসকের উদ্যোগে তাঁর কার্যালয়ে একটি রোবটিক্স ও প্রোগ্রামিং ল্যাব (ফ্যাবল্যাব) তৈরি করা হয়েছে। যেখানে হাইস্কুল পর্যায়ের শক্ষার্থীদের প্রোগ্রামিং ও বোবটিক্স ও প্রোগ্রামিং বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভবিষ্যতে প্রযুক্তিভিত্তিক উচ্চশক্ষায় কুমিল্লার শিক্ষার্থীদের অংশগ্রহণের হার বাড়ানোর লক্ষ্যে এই কার্যক্রম শুরু হয়েছে। আজকের কর্মশালার আয়োজক কুমিল্লা জেলা প্রশাসন। 

দিনব্যাপী কর্মশালা শুরু হয় গণিত ও সমস্যা সমাধানের প্রাথমিক ধারণা বিষয়ক সেশন দিয়ে। কীভাবে গণিত সহজে শেখা যায় এবং আনন্দে গাণিতিক সমস্যা সমাধান করা যায় সে বিষয়ে ধারণা দেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক মেন্টর আহমেদ শাহরিয়ার। দ্বিতীয় সেশনটি প্রোগ্রামিং শেখা নিয়ে অনুষ্ঠিত হয়। স্ক্র্যাচ ব্যবহার করে কীভাবে মজার মজার গেইম তৈরি করা যায় তা দেখান বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের প্রোগ্রাম কোঅর্ডিনেটর মোশারফ হোসেন। এই সেশনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হাতেকলমে স্ক্র্যাচের মাধ্যমে গেইম বানানো শিখে। দুপুরের পরের সেশন ছিল রোবটিক্স ও ড্রোন পরিচালনা বিষয়ে। প্রোগ্রামিং ও লজিক ব্যবহার করে শিক্ষার্থীরা আলফা ওয়ান প্রো রোবট পরিচালনা ও ড্রোন উড়ানোর জন্য প্রয়োজনীয় কোডিং শিখে। সেশনটি পরিচালনা করেন বাংলাদেশ ফ্লাইং ল্যাবের সমন্বয়ক মাহেরুল আযম। 

কর্মশালা আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। তিনি কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। কুমিল্লা জেলা প্রসাশনের তত্ত্বাবধানে হাইস্কুলের  শিক্ষার্থীদের প্রোগ্রামিং ও রোবটিক্স প্রশিক্ষণের কথা জানান তিনি। দেশের বাইরে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে কুমিল্লার শিক্ষার্থীরা যেন ভর্তির সুযোগ পায় এবং আন্তর্জাতিক অলিম্পিয়াডগুলোতে ভালো করে, এজন্য এসকল কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এজন্য শিক্ষার্থীদের তৈরি করতে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও কুমিল্লার স্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহবান জানান। এছাড়া জুন মাসে কুমিল্লায় বঙ্গবন্ধু রোবটিক্স ও প্রোগ্রামিং অলিম্পিয়াড আয়োজনের সিদ্ধান্তের কথা জানান। 

IMG_2175.jpeg

কর্মশালা পরিদর্শন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এ এফ এম আবদুল মঈন। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতায় শিশু-কিশোরদের প্রোগ্রামিং ও রোব্বটিক্স শেখানোর ব্যাপারে সাহায্য করবেন বলে জানান।  

কর্মশালায় অংশগ্রহণ করে কুমিল্লা জিলা স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সামিউজ্জামান সামিন। সামিন জানায়, প্রোগ্রামিং ও রোবটিক্স শিখে সে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে চায়।  উল্লেখ্য, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক শিক্ষার্থীদের স্টেম শিক্ষাকে জোরদার করার জন্য নিয়মিত প্রোগ্রামিং, রোবটিক্স বিষয়ে নিয়মিত কর্মশালা আয়োজন করে।