Blog & News

Official blog of Bangladesh Open Source Network

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে ব্রোঞ্জ পেল বাংলাদেশ

বিশ্বের সম্মানজনক রোবোটিকস প্রতিযোগিতা ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২২-এ প্রথমবারের মতো সরাসরি অংশ নিয়েই ফিউচার ইঞ্জিনিয়ার্স বিভাগে ব্রোঞ্জপদক পেয়েছে বাংলাদেশের ‘টিম লেইজি-গো’ দল। জার্মানির ডর্টমুন্ডে অনুষ্ঠিত তিন দিনের এ আসরে ২৪ দেশের সঙ্গে প্রতিযোগিতা করে এ সাফল্য পায় দলটি। বাংলাদেশ থেকে অংশ নেওয়া ‘রোবনিয়াম বাংলাদেশ’ দল ফিউচার ইনোভেটরস বিভাগে অষ্টম স্থান অর্জন করেছে। গত বছর অনলাইনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে অংশ নিয়ে বাংলাদেশ দশম স্থান অর্জন করেছিল।

সারা বিশ্বের ৭৩ দেশের ৩৭৫টি দলের প্রায় এক হাজার তিন শতাধিক প্রতিযোগী এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়। আটটি বিভাগে বিভক্ত এ প্রতিযোগিতার দুটি বিভাগে বাংলাদেশের দুটি দল অংশ নেয়।

লেইজি-গো দল

 

ব্রোঞ্জপদকজয়ী টিম লেইজি-গোর সদস্যরা হলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের তথ্য এবং যোগাযোগ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ইকবাল সামিন এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সফটওয়্যার প্রকৌশল বিভাগের শিক্ষার্থী তওসিফ সামিন। ‘রোবনিয়াম বাংলাদেশ’ দলের সদস্যরা হলেন রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের এসএসসি পরীক্ষার্থী ইসরাফিল শাহীন এবং মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী মীর মুহাম্মদ আবিদুল হক। বাংলাদেশ থেকে অংশ নেওয়া দলগুলোর দলনেতা ও উপদলনেতা হিসেবে ছিলেন রেদওয়ান ফেরদৌস এবং মাহেরুল আজম কোরেশী।

 

প্রথম প্রকাশঃ https://www.prothomalo.com/technology/22o96xboy9