শেষ হল অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরির ওপর কর্মশালা। কোনো কোডিং অভিজ্ঞতা ছাড়াই শিক্ষার্থীরা অনলাইনে অ্যাপ তৈরির এই কর্মশালায় অংশ নেন। বৃহস্পতিবার (১৫ জুলাই) বিশ্ব যুব দক্ষতা দিবস উদযাপন উপলক্ষ্যে অ্যান্ড্রয়েড অ্যাপ প্রশিক্ষণের এই কর্মশালা আয়োজন করে যৌথভাবে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এর ইএসডি্জিফরবিডি প্রকল্প ও অ্যাপমেকার প্লাস। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৬৫ জন শিক্ষার্থীকে নিয়ে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চলে এই প্রশিক্ষণ।
সম্প্রতি মোবাইল ফোন অপারেটর রবি’র চালু করা দেশের একমাত্র নো-কোড অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম অ্যাপমেকার প্লাস এর মাধ্যমে কোডিং জ্ঞান ছাড়াই অ্যাপ্লিকেশন তৈরি করতে সহায়তা করাই ছিল এই কর্মশালাটির মূল উদ্দেশ্য।
অ্যাপমেকার প্লাস এর খুটিনাটি নিয়ে আলোচনা করতে কর্মশালায় উপস্থিত ছিলেন মুহাম্মাদ আলতামিশ নাবিল, বিজ এনগেজমেন্ট লিড, অ্যাপমেকার প্লাস। এবং অংশগ্রহণকারীদের হাতে কলমে একটি নমুনা অ্যাপ তৈরী করে দেখান মির রিয়াজউদ্দিন ডেভেলপার সাপোর্ট স্পেশালিস্ট অ্যাপমেকার প্লাস।
কর্মশালায় আলতামিস নাবিল বলেন, অনেকের কোডিং দক্ষতা না থাকলেও আছে ইনোভেটিভ আইডিয়া এবং সৃজনশীলতা। শুধুমাত্র সেই সৃজনশীলতাকে কাজে লাগিয়ে ইনোভেটিভি আইডিয়ার মাধ্যমে মোবাইল অ্যাপ্লিকেশন তৈরির সুযোগ করে দিচ্ছে এই অ্যাপমেকার প্লাস প্ল্যাটফর্মটি।
এদিকে, কোভিড পরবর্তীকালে যুব দক্ষতা নিয়ে নতুন পরিকল্পনা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব যুব দক্ষতা দিবস। এতে টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষা ও ট্রেনিংয়ের মাধ্যমে যুব সমাজকে কাজের ধারায় ধরে রাখার আহবান জানিয়েছে জাতিসংঘ।
দিনটিকে সামনে রেখে বিডিওএসএনের ইএসডিজি৪বিডি প্রকল্প টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষার্থীদের জন্য ‘ইন্টার পলিটেকনিক প্রোগ্রামিং কন্টেস্ট ২০২১, গ্রেসহপার গার্লস প্রোগ্রামিং ক্যাম্প ও ওয়েব ডেভেলপমেন্টের ওপর কর্মশালার আয়োজন করে।