প্রতিবছর ১৯ শে নভেম্বর বিশ্বব্যাপী উদযাপিত হয় আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস ২০২১। বরাবরের মত এবারো ‘চাকরি খুঁজব না চাকরি দেব' ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন এন্ড অন্ট্রাপ্রেনারশিপ বিভাগের আয়োজনে এবং এফ এম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় নারী উদ্যোক্তা দিবস পালিত হবে। এ বছরের আয়োজন আগামী ২০ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক বিল্ডিং এর রুফটপ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
নারী উদ্যোক্তাদের উদ্যোগ ও কার্যক্রম উদযাপনের জন্য এই উদযাপন আয়োজন। কোভিড-১৯ পরবর্তী পরিস্থিতিতে বাঁধা দূর করে উদ্যোক্তারা যেন সামনে এগিয়ে যেতে পারেন, তার জন্য পথের বাঁধা দূর করা এবং পারস্পরিক সহযোগিতায় সামনে এগিয়ে যাওয়া এই আয়োজনের লক্ষ্য। যেহেতু আয়োজনটি আড্ডা ও দেখা সাক্ষাতের, তাই এখানে কোন বক্তৃতা থাকবে না। একটা ওপেন মাইক থাকবে, কেউ চাইলে তার মজার কোন ঘটনা বা অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন। তবে, মূল হলো নেটওয়ার্কিং, আড্ডা, পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা এবং নানান রকম খাবার। প্রোগ্রামে থাকবেন ভেঞ্চার ক্যাপিটালিস্ট থেকে শুরু করে দেশের বড় উদ্যোক্তারা। নারী উদ্যোক্তাদের কেউ যদি গান-বাজনা করতে চান, তাহলে তারও ব্যবস্থা থাকবে। শেষে একটা কেক কাটা হবে ।
যে কোন নারী উদ্যোক্তা ও উদ্যোক্তা হতে ইচ্ছুক নারী এই উদযাপনে অংশ নিতে পারবে। অংশ নিতে কোন ফি প্রয়োজন হবে না। তবে আয়োজনের প্রস্তুতির জন্য নিবন্ধন করতে হবে। আয়োজন সবার জন্য উন্মুক্ত এবং যে কেউ আসতে পারবেন। কতজন আসবেন এবং কারা কারা আসবেন তার জন্যই নিবন্ধন ফর্মটা পূরন করা জরুরী।
নিবন্ধন লিংকঃ- https://forms.gle/odFuUCmrTen7ESNh7
সকল নারী উদ্যোক্তার লিফলেট, প্রচারপত্র, ভিজিটিং কার্ড রাখার জন্য একটা ব্যবস্থা থাকবে। এটির জন্যও কোন ফি লাগবে না। সবাইকে সাদর আমন্ত্রন।
আয়োজনের সংক্ষিপ্তসার:
তারিখ: ২০ নভেম্বর ২০২১, শনিবার।
সময়: বিকাল ৪-৬ টা।
স্থান: রুফটপ অডিটোরিয়াম, ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক বিল্ডিং, সোবহানবাগ, ঢাকা।
আয়োজক: চাকরি খুজব না চাকরি দেব, ইনোভেশন এন্ড অন্ট্রাপ্রেনারশিপ বিভাগ এবং সাহসিকা।
পৃষ্ঠপোষকতায়: এফ এম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড
পার্টনার: নিজলক্রিয়েটিভ, ই-কুরিয়ার লিমিটেড, ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট