আপনি যদি বিশ্ববিদ্যালয়, কলেজ, টেকনিক্যাল ইন্সটিটিউট বা সমমানের প্রতিষ্ঠানের শিক্ষার্থী অথবা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে ইচ্ছুক পেশাজীবী হন,তাহলে স্বেচ্ছাসেবক হিসেবে আপনি যোগ দিতে পারেন বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এ। মূলত এইচএসসি পাশ করেছে, এমন যে কেউ বিডিওএসএনএ স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিতে পারবে।
স্বেচ্ছাসেবকেরা এখানে ওপেন সোর্স এবং ওপেন কন্টেন্ট এর ধারণা কাজে লাগিয়ে ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান, সংস্থা, সমিতি এবং সরকারের দক্ষতা এবং যোগ্যতা বৃদ্ধিতে সহযোগিতা করবে। তথ্য ও প্রযুক্তিভিত্তিক ক্যাম্প, কর্মশালা ও আয়োজনে প্রশিক্ষক ও রিসোর্স পার্সন হিসেবে কাজ করবে।
উল্ল্যেখ্য, বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) একটি অলাভজনক, স্বেচ্ছাসেবী সংস্থা। এটি সারা দেশে প্রোগ্রামিং, ওপেনসোর্স সফটওয়্যার, হার্ডওয়্যার ও তথ্য জনপ্রিয়করণ বিষয়ে কাজ করে যাচ্ছে। বিডিওএসএন এ যুক্ত হতে আগ্রহী একজন স্বেচ্ছাসেবকরা একদল উদ্যমী তরুণ কর্মীর সঙ্গে কাজ করার সুযোগ পাবেন। বিডিওএসএন আয়োজিত কার্যক্রমে আয়োজক দলের সদস্য হিসেবে অংশগ্রহণ করে ভূমিকা রাখতে পারবেন।
ভলান্টিয়ার হিসেবে যোগ দেওয়ার আবেদন লিংক: https://forms.gle/7oCnP31YxDvyXbMJ6
যারা আবেদন করতে পারবে: বিশ্ববিদ্যালয়, কলেজ, টেকনিক্যাল ইন্সটিটিউট বা সমমানের প্রতিষ্ঠানের শিক্ষার্থী অথবা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে ইচ্ছুক পেশাজীবী অথবা এইচএসসি পাশ করেছে, এমন যে কেউ।
আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২১
নির্বাচিত হলে আবেদনকারীদের সঙ্গে পরবর্তীতে ইমেইলে / মোবাইলের মাধ্যমে যোগাযোগ করা হবে।