গত ০৩/০২/২০২২ বৃহস্পতিবার ঢাকার মিরপুরে অবসিথ "OBAT IT Center" এর ১৬ জন শিক্ষার্থী নিয়ে আয়োজন করা হয়েছিল "বিডি গার্লস কোডিং হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং কর্মশালা"। এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা প্রোগ্রামিং ভাষা, কম্পাইলার, সি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর ধারণা পায়। শিক্ষার্থীদের ইনপুট, আউটপুট, ডাটা টাইপ, প্রাথমিক গাণিতিক অপারেশন গুলো কম্পাইলারে কোড লিখে প্র্যাকটিস করানো হয়।