বিডিওএসএনের সাথে জার্নির শুরুটা ২০২০ এর নভেম্বরের শুরুতে। প্রথমে চেয়েছিলাম তাদের কিছু প্রোগ্রাম আমাদের ক্যাম্পাসে নিয়ে আসবো। কিন্তু তখন ক্যাম্পাস বন্ধ থাকায় এই পরিকল্পনার বাস্তবায়ন করা হয়নি।
তবে এই পরিচিত হওয়ার সুবাদে অংশ নিয়েছিলাম GIBC-2 তে, তিনদিনের আবাসিক ক্যাম্পের চমৎকার এক্সপেরিয়েন্স এর কারণে খুবই আগ্রহী হয়েছিলাম বিডিওএসএনের ভলান্টিয়ার হিসাবে কাজ করতে।
সুযোগ আসে Ada Lovelace Celebration 2020 তে কাজ করার, জাবি থেকে বান্ধবীদের নিয়ে যোগ দিলাম স্ক্রাইব হিসাবে। পুরো ইভেন্টের স্পিকারদের স্পিচ লিখে রাখার কাজ ছিলো আমাদের। খুব আনন্দের সাথেই করেছিলাম। এরপরে GIBC-3 তেও স্ক্রাইব হিসাবে কাজ করি। লেখা বা ডকুমেন্টেশন এর স্কিল টা অনেকটাই শার্প হয়েছিলো এর মাধ্যমে।
যেটা পরবর্তীতে কাজে লেগেছে যখন প্রোগ্রামিং হিরোতে SQA intern হিসাবে এপ্লাই করি তখন, গ্রাজুয়েশন কমপ্লিট নাই, পূর্বে পেইড কাজের এক্সপেরিয়েন্স নাই, এরকম একজন স্টুডেন্ট এর সিভিতে ভলান্টিয়ার এক্সপেরিয়েন্স ছাড়া কি থাকতে পারে? তাই সামঞ্জস্য পূর্ণ ভলান্টিয়ার এক্সপেরিয়েন্সই রেখেছিলাম সিভিতে।
এরপর শর্টলিস্টেড হয়ে কয়েক ধাপের ইন্টারভিউ শেষে Programming Hero তে যোগ দিলাম। SQA রোল টাও আমার জন্যে নতুন ছিলো। তবে যতই দিন যেতে থাকলো, আমি বুঝতে পারলাম, ডকুমেন্টেশন স্কিল টা খুবই গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। শুধু এই ক্ষেত্রে না, ডকুমেন্টেশন স্কিল অন্যান্য রোলেও কমবেশি গুরুত্বপূর্ণ একটি স্কিল। আমার মনে হয়েছে বিভিন্ন সময়ে করা আমার ভলান্টিয়ার কাজগুলি আমার কর্মক্ষেত্রেও আমাকে শাইন করতে অনেক প্রভাব রেখেছে। এর মধ্যে বিডিওএসএনের ভলান্টিয়ার কার্যক্রম অন্যতম।
Faiza Feroz
SQA, Programming Hero