Blog & News

Official blog of Bangladesh Open Source Network

বহুল জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ): জাপানে উচ্চশিক্ষা

যারা জাপানে উচ্চশিক্ষার ব্যাপারে ভাবছেন তাদের জন্য জাপানে উচ্চশিক্ষার নিয়ে বহুল জিজ্ঞাসিত ২০টি প্রশ্ন (FAQ) এবং তার উত্তর।

 70795795_2172820742822406_2571577733943394304_n.jpg

প্রশ্ন ১. বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে জাপান কেন পছন্দের তালিকায় থাকবে?

উত্তরঃ জাপান পছন্দের তালিকায় থাকবে তার কারন দেশটি খুব নিরাপদ। এখানে শিক্ষাবৃত্তির সুযোগও রয়েছে এবং যারা গবেষনার জন্য ও রয়েছে উন্নত গবেষনাগার। 

প্রশ্ন ২. জাপানের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কি কি যোগ্যতা লাগে?

উত্তরঃ ভর্তি হতে সিজিপিএ সর্বনিম্ম ৩.০০ থাকলে ভালো তবে গবেষনার দিক থেকে যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে নির্বাচিত হওয়ার সুযোগ থাকে।

প্রশ্ন ৩. জাপানে বৃত্তি নিয়ে পড়াশোনা করার সুযোগ আছে কি?

উত্তরঃ হ্যা, জাপানে বৃত্তি নিয়ে পড়াশোনা করার সুযোগ আছে। এখানে একটি সরকারি স্ক্লারশীপ আছে মেক্সট স্ক্লারশীপ নামে। তাছাড়াও যদি ভাল কোনো প্রফেসর পেয়ে যায় কেও তাহলে জাপানে একটি স্ক্লারশিপ আছে জ়েএসপিএস নামে যা বাংলাদেশের জন্য মুক্ত।

প্রশ্ন ৪. জাপানে পড়াশোনা করার জন্য প্রস্তুতি কীভাবে নিতে হবে?

উত্তরঃ জাপানে পড়াশোনা যদি  বৃত্তি নিয়ে কেউ করতে চায় তাহলে তা করার জন্য সরকারি স্কলারশীপে এপ্লাই করতে হবে অথবা জাপানের প্রফেসর এর সাথে যোগাযোগ করে স্কলারশীপ এর ব্যবস্থা করতে হবে।

প্রশ্ন ৫. জাপানে CoE (Certificate of Eligibility) একবার রিজেক্ট হলে কেউ আবার অন্য কোনো স্কুলে এপ্লাই করতে পারবে কি?

উত্তরঃ হ্যা,  করতে পারবে। এটা মুলত ব্যবহার হয় ভিসা প্রসেসিং এ।

প্রশ্ন ৬. জাপানে পড়াশোনার পাশাপাশি পার্ট-টাইম জব কি করা যায়?

উত্তরঃ হ্যা, জাপানে পড়াশোনার পাশাপাশি পার্ট-টাইম জব করা যায়

প্রশ্ন ৭. পার্ট-টাইম জব এর সুযোগ কেমন?

উত্তরঃ জাপানের শহর গুলোতে পার্ট-টাইম জব এর সুযোগ ভালো তবে রিমোট এরিয়া তে সুযোগ কিছুটা কম।

প্রশ্ন ৮. জাপানে মেডিকেল সায়েন্স সাবজেক্টির মান কেমন?

উত্তরঃ জাপান দেশ হিসেবে অনেক উন্নত। এদেশের মেডিকেল সায়েন্স ও উন্নত। এখানে এই সাবজেক্টির মান ও খুব ভাল

প্রশ্ন ৯. মেডিকেল সায়েন্স পড়াশোনা শেষ করার পর প্রাকটিস করা যায় কি?

উত্তরঃ না, মেডিকেল সায়েন্স পড়াশোনা শেষ করার পর প্রাকটিস করা যায় না।

প্রশ্ন ১০. জাপানেএমএসসি/ পিএইচডি করার ক্ষেত্রে সিজিপিএ কতটা গুরুত্বপূর্ণ?

উত্তরঃ জাপানে এমএসসি/ পিএইচডি করার ক্ষেত্রে সিজিপএ অনেক গুরুত্বপূর্ণ।সর্বনিম্ম ৩.০০ থাকতে হয় অথবা গবেষনার দিক থেকে অভিজ্ঞতা থাকতে হবে।

প্রশ্ন ১১. জাপানে সরকারি কোনো বৃত্তি দেয়া হয়? 

উত্তরঃ হ্যা, জাপানে সরকারি বৃত্তি দেয়া হয়। 

প্রশ্ন ১২. মেক্সট স্কলারশিপ পেতে সিজিপি এ মিনিমাম কত থাকতে হয়?

উত্তরঃ মেক্সট স্কলারশিপ পেতে সিজিপি এ মিনিমাম ৩.০০ থাকতে হয়।

প্রশ্ন ১৩. জাপানি ভাষা না শিখে জাপানে গেলে পরবর্তীতে কোনো সমস্যার মুখোমুখি হতে হয় কি?

উত্তরঃ জাপানি ভাষা না শিখে গেলে পড়াশোনার ক্ষেত্রে কোনো সমস্যা না হলেও দৈনন্দিন জীবনে অনেক সমস্যার মুখোমুখি পড়তে হয়।

প্রশ্ন ১৪. নিরাপত্তার দিক থেকে জাপান কেমন? 

উত্তরঃ নিরাপত্তার দিক থেকে জাপান অনেক উন্নত এবং অনেক বেশি নিরাপদ একটি রাষ্ট্র।

প্রশ্ন ১৫. ইংলিশ ভাষায় মাস্টার্স প্রোগ্রামে কোনো স্কলারশিপ আছে কি?

উত্তরঃ হ্যা, ইংলিশ ভাষায় মাস্টার্স প্রোগ্রামে স্কলারশিপ আছে।

প্রশ্ন ১৬. যারা অতি উচ্চাকাঙ্খী তাদের জন্য জাপান কি উপযুক্ত?

উত্তর যারা অতি উচ্চাকাঙ্খী তাদের জন্য জাপান আমার মনে হয়না উপযুক্ত।

প্রশ্ন ১৭. জাপানে সম্পূর্ণ ফ্রি পড়াশোনা করার পদ্ধতি আছে কি?

উত্তরঃ সম্পূর্ণ ফ্রি পড়াশোনা বলতে জাপানে যে সরকারি বৃত্তি দেয়া হয় তাতে টিউশন ফি দেয়া যায় তারপর মাসিক খরচের কিছু টাকাও হাতে থাকে।

প্রশ্ন ১৮. জাপানে পড়াশোনা করার ক্ষেত্রে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় কি?

উত্তরঃ জাপানে পড়াশোনার ক্ষেত্রে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় পার্ট-টাইম জব করে সব খরচ চালিয়ে নিয়ে যাওয়া।

প্রশ্ন ১৯. যারা নিজের খরচে পড়তে যেতে চায় তাদের জন্য জাপান কি উপযুক্ত?

উত্তরঃ আমার মনে হয় যারা নিজের খরচে পড়তে যায় তাদের জন্য জাপান উপযুক্ত নয় কারন জাপানে টিউশ্ন ফি এবং মাসিক খরচ অনেক বেশি।

প্রশ্ন ২০. স্কলারশিপ নিয়ে জাপানে পড়াশোনা করতে যেতে পারলেই কি একজন মানুষের জীবনে সফল হওয়া সম্ভব?

উত্তরঃ আসলে সফলতা শব্দটি একেক জনের কাছে একেক রকম। তবে আমার ব্যক্তিগত মতামত স্কলারশিপ নিয়ে জাপানে পড়াশোনা করতে যেতে পারলেই জীবনে সফল হয়ে যাব এটা ভাবা বোকামি ছাড়া র কিছু নয়।