"বাংলাদেশ রোবট অলিম্পিয়াড-২০১৮": জাতীয় প্রতিযোগিতা

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (International Robot Olympiad-IROC : www.iroc.org) এর সদস্যপদ লাভ করেছে, ২০১৭ সালের ১৬-ই ডিসেম্বর। এই অলিম্পিয়াডের বিশেষত্ব হচ্ছে, এতে যারা অংশগ্রহণ করতে পারে, তাদের বয়স ৭ থেকে ১৮ এর মধ্যে। যেখানে Robot Gathering, Rescue Mission, Travers Challenge, Robot In Movie, Creative Category (on Theme)- ইত্যাদি নানা রকমের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ১৬টি সদস্য রাষ্ট্র সহ প্রায় ২২-২৩ টি দেশের প্রতিযোগীরা এই সম্মানজনক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে। এই বছর , অর্থাৎ, ২০১৮ সালে এই রোবট অলিম্পিয়াডের আন্তর্জাতিক প্রতিযোগিতা টি অনুষ্ঠিত হবে ডিসেম্বারের ১৫ থেক ১৯ তারিখ, ফিলিপাইনের ম্যানিলা তে।