গত ১৬/০১/২০২২ রবিবার দিনাজপুরের পার্বতীপুরের নূরুল হুদা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছিল হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং কর্মশালা। কর্মশালায় এই স্কুলের ৪০ জন মেয়েকে প্রোগ্রামিং বিষয়ে জানানো হয়। একই সঙ্গে হাতেকলমে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং শেখে। কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের স্বেচ্ছাসেবক সফল সালেহিন ও শাহরিয়ার রাইহান। এই কর্মশালাটি যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান ইকো-ইউএসএর পৃষ্ঠপোষকতায় ইকো-বাংলাদেশ ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক আয়োজন করেছে।