বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ে "বিডি গার্লস কোডিং হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং কর্মশালা"
গত ১৫/০১/২০২২ শনিবার দিনাজপুরের বিরলে দ্বিতীয় ওয়ার্কশপটি হ্যয়েছিল বিরল আদর্শ উচ্চবিদ্যালয়ে। দেড় ঘন্টাব্যাপী এই কর্মশালায়
এই স্কুলের ৩০ জন মেয়ে শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল।
কর্মশালাটি পরিচালনা করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের স্বেচ্ছাসেবক শাহরিয়ার রাইহান ও অনুপম দাস।
আমেরিকা ভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান এডুকেশনাল চ্যারিটেবল এন্ড হিউম্যানিটারিয়ান অর্গানাইজেশন (ইকো-ইউএসএ)-এর পৃষ্ঠপোষকতায় ইকো-বিডি ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) বিডি গার্লস কোডিং নামে একটি প্রকল্প শুরু করেছে। এই প্রকল্পের আওতায় কর্মশালাটি আয়োজন করা হয়েছিল।