গত ০২-০৪ জুন ২০২২ তারিখে ইএমকে সেন্টার ও আপন উদ্যোগ ফাউন্ডেশনে আয়োজিত হয়েছিল "স্ক্র্যাচ প্রোগ্রামিং বিষয়ে ৩ দিনের শিক্ষক প্রশিক্ষণ ক্যাম্প"। ইএমকে সেন্টারের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক "স্ক্র্যাচ প্রোগ্রামিং ফর টেক অ্যাডভান্সমেন্ট" এই প্রকল্পের আওতায় এই ক্যাম্পটি আয়োজন করে। ক্যাম্পে ২১ টি স্কুলের ২১ জন শিক্ষককে স্ক্র্যাচ প্রোগ্রামিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় যাতে করে শিক্ষকরা পরবর্তীতে তাদের নিজ নিজ স্কুলে শিক্ষার্থীদের স্ক্র্যাচ প্রোগ্রামিং শেখাতে পারেন।
ক্যাম্পে অংশগ্রহণকারী শিক্ষকরা হলেন, হাজি সদর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রওনক আফরোজা, ৪৫ নং মাধায়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাবনী রাণী সাহা, নামা কাতলাচাঁন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শাহ আলম, ইখারি কাতেঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লিপিকা পাত্র, আদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোসা. হানিফা সুলতানা, গোকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সালমা বেগম, বোগোইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফানসিনা আলম, রোকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জোবেদা আক্তার,পিরপুর ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাজিম উদ্দীন জুয়েল, খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ টি এম আশরাফুল আলম, নুমাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নুসরাত শায়লা, হাতিরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাহবুবুল আলম, বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইসরাত জাহান, তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ মাসুদ রানা, শাআন্তাহার হারভি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রতন কুমার বসাক, পল্লি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বি এম অসিউন, ওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সখীনুর আকতার, নবাব ফয়জুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আনিসুর রহমান, কারেক্টরেটস স্কুল অ্যান্ড কলেজের মোঃ আল আমীন, কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মহিমা বেগম, বাঁশগাড়ী নং-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রায়হানা হক।
৩ দিনব্যাপী এই ক্যাম্পে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন-
ক্যাম্পের শেষদিন ৪ জুন ২০২২ তারিখে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন-