বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ ২০২১ উপলক্ষ্যে নতুন উদ্যোক্তাদের জন্য ওয়ার্কশপ

"চাকরি খুঁজব না চাকরি দেব" গ্রুপ এবং ড্যাফোডিল ইন্টারন্যশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড অন্ট্রাপ্রেনিউরশিপ ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে নানান আয়োজনের মাধ্যমে বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ ২০২১ উদযাপিত হবে। 

উদ্যোক্তা সপ্তাহের প্রথম আয়োজন আগামী ১১ নভেম্বর।রাজধানীর সোবহানবাগে ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক বিল্ডিং এর "লিগ্যাল ডকুমেন্টস ফর নিউ বিজনেস" শিরোনামে একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন মোহাম্মদ আমিনুল ইসলাম, ফাউন্ডার ও সিইও, শাহিন’স হেল্পলাইন। নতুন বিজনেস ফরমেশন অর্থাৎ বিজনেসের লিগ্যাল স্ট্রাকচারের আদ্যপান্ত নিয়ে এই সেশনে আলোচনা করা হবে।  

প্রতিবছর নভেম্বর মাসের এক সপ্তাহজুড়ে বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ। প্রায় ২০০ দেশ ও জাতির উদ্যোক্তা নিয়ে এবছর বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ সাড়ম্বরে পালিত হচ্ছে। এই সপ্তাহজুড়ে উদ্যোক্তাদের প্রচারণা ও ক্ষমতায়ন করা হবে। নভেম্বর মাসের ৮ থেকে ১৪ তারিখ পর্যন্ত উদযাপন করা হয় বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ। নভেম্বর মাসে পালিত হওয়ার কারণ হল, যুক্তরাষ্ট্রে নভেম্বর মাসজুড়ে উদ্যোক্তাদের কার্যক্রমকে উদযাপন করা হয়। ২০০৮ সালে প্রথম ইউকে-তে পালিত হয় বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ। এরপর থেকে প্রতিবছর সারা বিশ্বব্যাপী উদ্যোক্তারা এটি পালন করেন। বাংলাদেশে ২০১৬ সাল থেকে এটি পালন করা হচ্ছে। প্রতিবছর নানা আয়োজনের মাধ্যমে উদ্যোক্তাদের পথচলা সহজ ও মসৃণ করার লক্ষ্যে নানা কার্যক্রমের আয়োজন করা হয়। 

বাংলাদেশে ‘চাকরি খুঁজব না চাকরি দেব’ গ্রুপ, ড্যাফোডিল ইন্টারন্যাশল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব এন্টাপ্রিনিওরশিপের উদ্যোগে এই সপ্তাহ পালিত হচ্ছে। আয়োজন সহোযোগি হিসেবে আছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও নিজল ক্রিইয়েটিভ।

আগামী ১১ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার বিকাল ৩.০০-৫.০০ টা পর্যন্ত এই ওয়ার্কশপটি অনুষ্ঠিত হবে। ওয়ার্কশপের স্থান: ডিজিটাল ক্লাশরুম, রুম নং - ৬০৪, ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক বিল্ডিং, সোবহানবাগ, ঢাকা। যে কেউ অংশগ্রহন করতে পারবেন। তবে গুগল ডকে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশনে কোনো রকম ফী লাগবে না। 

রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/aQSC6nEvMi2Di9mC9   

Recommended Post