Blog & News

Official blog of Bangladesh Open Source Network

মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে "বিডি গার্লস কোডিং হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং কর্মশালা"

271818752 123187976874707 7769370230064202732 n

গত ১৫/০১/২০২২, শনিবার দিনাজপুরের বিরলে অবস্থিত মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছিল বিডি গার্লস কোডিং হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং কর্মশালা। দেড় ঘন্টাব্যাপী এই কর্মশালায় হাইস্কুলের ৩০ জন মেয়ে শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এই কর্মশালায় শিক্ষার্থীদের সি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহার করে কম্পিউটার প্রোগ্রামিং এ হাতেখড়ি দেওয়া হয়।
কর্মশালাটি পরিচালনা করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের স্বেচ্ছাসেবক শাহরিয়ার রাইহান এবং অনুপম দাস। আমেরিকা ভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান এডুকেশনাল চ্যারিটেবল এন্ড হিউম্যানিটারিয়ান অর্গানাইজেশন (ইকো-ইউএসএ)-এর পৃষ্ঠপোষকতায় ইকো-বিডি ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) বিডি গার্লস কোডিং নামে একটি প্রকল্প শুরু করেছে। এই প্রকল্পের আওতায় কর্মশালাটি আয়োজন করা হয়েছে।
 

মজার ইশকুল-এ হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং ক্যাম্প

অনুষ্ঠিত হলো ঢাকার মানিকনগরে মজার ইশকুলে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং কর্মশালা। এই কর্মশালায় স্কুলের মেয়ে শিক্ষার্থীদের প্রোমিংয়ে হাতেখড়ি দেওয়া হলো। প্রোগ্রামিং এর মাধ্যমে হ্যালো ওয়ার্ল্ড লিখে এই স্কুলের মেয়েরা তাদের প্রোগ্রামিং যাত্রা শুরু করলো। ছবিতে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং কর্মশালা।