গতকাল ১৫ ফেব্রুয়ারী খুলনায় অনুষ্ঠিত হলো হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং ওয়ার্কশপ। খুলনার খালিশপুরে ওব্যাট আইটি সেন্টারে বিকাল ৫ টায় ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্কশপে ওব্যাট আইটি সেন্টারের হাইস্কুল পর্যায়ের মেয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের স্বেচ্ছাসেবক মনিরুজ্জামান ও নুসরাত জাহান উর্মি ওয়ার্কশপটি পরিচালনা করেছেন।
গতকাল ১৫ ফেব্রুয়ারী খুলনায় অনুষ্ঠিত হলো হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং ওয়ার্কশপ। খুলনার খালিশপুরে ওব্যাট আইটি সেন্টারে দুপুর দুইটায় ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্কশপে ওব্যাট আইটি সেন্টারের হাইস্কুল পর্যায়ের মেয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের স্বেচ্ছাসেবক মনিরুজ্জামান ও নুসরাত জাহান উর্মি ওয়ার্কশপটি পরিচালনা করেছেন।
গত ০৭ ফেব্রুয়ারী ২০২২ থেকে ১৪ ফেব্রুয়ারী ২০২২ পর্যন্ত আয়োজিত হয়েছিল "বিডি গার্লস কোডিং অনলাইন প্রোগ্রামিং কোর্স ফর বিগিনার্স" কোর্স। এই কোর্স এ প্রায় ৯০ জন হাইস্কুলের মেয়ে শিক্ষার্থী অংশ নিয়েছিল। কোর্সটিতে শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিং সম্পর্কে ধারণা দেওয়া হয় সি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ দিয়ে। প্রোগ্রামিং ল্যাংগুয়েজ, কম্পাইলার, ডাটা টাইপ, ইনপুট-আউটপুট, ভেরিয়েবল, লুপ, অ্যারে, ফাংশন, প্রবলেম সলভিং, অনলাইন জাজ এবং প্রোগ্রামিং কনটেস্ট নিয়ে আলোচনা করা হয়।
গত ০৩/০২/২০২২ বৃহস্পতিবার ঢাকার মিরপুরে অবসিথ "OBAT IT Center" এর ১৬ জন শিক্ষার্থী নিয়ে আয়োজন করা হয়েছিল "বিডি গার্লস কোডিং হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং কর্মশালা"। এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা প্রোগ্রামিং ভাষা, কম্পাইলার, সি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর ধারণা পায়। শিক্ষার্থীদের ইনপুট, আউটপুট, ডাটা টাইপ, প্রাথমিক গাণিতিক অপারেশন গুলো কম্পাইলারে কোড লিখে প্র্যাকটিস করানো হয়।
গতকাল ১৮/০১/২০২২ মঙ্গলবার ঢাকার মিরপুর দুয়ারীপাড়ায় অবস্থিত "সোহাগ স্বপ্নধারা স্কুল" এর ৯ জন শিক্ষার্থী এবং আগারগাওয়ে অবস্থিত "আলোক শিক্ষালয়" এর ২১ শিক্ষার্থী কে নিয়ে এ আয়োজন করা হয়েছিল "বিডি গার্লস কোডিং হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং কর্মশালা"। কর্মশালা পরিচালনা করেন মুবতাসিম শাহরিয়ার এবং রাশেদুল ইসলাম। দুই স্কুলের শিক্ষার্থীদের সি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ দিয়ে কম্পিউটার প্রোগ্রামিং এ হাতেখড়ি দেওয়া হয়। পূর্ববর্তী কোন ধারণা না থাকা সত্তেও কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে তাদের প্রচুর আগ্রহ জন্মায়।
গত ১৬/০১/২০২২ রবিবার দিনাজপুরের পার্বতীপুরের নূরুল হুদা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছিল হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং কর্মশালা। কর্মশালায় এই স্কুলের ৪০ জন মেয়েকে প্রোগ্রামিং বিষয়ে জানানো হয়। একই সঙ্গে হাতেকলমে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং শেখে। কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের স্বেচ্ছাসেবক সফল সালেহিন ও শাহরিয়ার রাইহান। এই কর্মশালাটি যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান ইকো-ইউএসএর পৃষ্ঠপোষকতায় ইকো-বাংলাদেশ ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক আয়োজন করেছে।
