Blog & News

Official blog of Bangladesh Open Source Network

বিডিওএসএন এর কর্মীসদস্য, ভলান্টিয়ার ও মেন্টরদের অংশগ্রহণে সংবাদ বিজ্ঞপ্তি লেখার কর্মশালা

বিডিওএসএন এর কর্মীসদস্য, ভলান্টিয়ার ও মেন্টরদের অংশগ্রহণে সংবাদ বিজ্ঞপ্তি লেখার কর্মশালা

রাজধানীর ধানমণ্ডির বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) কার্যালয়ে সঠিক ও নির্ভুলভাবে সংবাদ বিজ্ঞপ্তি লেখা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। দৈনিক প্রথম আলোর নিউ ইনিশিয়েটিভের প্রধান পল্লব মোহাইমেন এ কর্মশালা পরিচালনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি লেখার প্রাথমিক নিয়মাবলী, ধরন, তথ্য প্রধানের ধরন সম্পর্কে ধারণা দেয়ার পাশাপাশি বিজ্ঞপ্তিতে ব্যবহৃত ছবি, ছবির ক্যাপশন, অতিথিদের মূল বক্তব্য, কোটেশন নিয়ে আলোচনা করেন তিনি।

বিডিওএসএনের পাশাপাশি বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি,বাংলাদেশ গণিত অলিম্পিয়াড, বাংলাদেশ রোবট অলিম্পিয়াড, মাকসুদুল আলম বিজ্ঞানাগার, ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড এর নিয়মিত প্রায় অর্ধশতাধিক স্বেচ্ছাসেবকরা এ কর্মশালায় অংশ নেয়। কর্মশালার এক ফাঁকে পল্লব মোহাইমেন সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যবহৃত ছবির ধরন বা কি কি বিষয় খেয়াল রাখতে হবে, এটা নিয়ে সবার সাথে আলোচনা করেন। পাশাপাশি সংবাদ বিজ্ঞপ্তির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় – বিজ্ঞপ্তি পাঠানোর সময়, ছবির সংখ্যা, ছবির ক্যাপশন, সংবাদ প্রেরণকারীর তথ্য দেয়া সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। সব শেষে অংশ গ্রহণকারী সকল স্বেচ্ছাসেবকরা নিজেরা তাৎক্ষণিকভাবে নিজেরা উপস্থিত বিষয়ের উপরে সংবাদ বিজ্ঞপ্তি লেখেন এবং তাদের লেখা পর্যালোচনায় অংশ নেন। স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে এ ধরনের কর্মশালা নিয়মিত আয়োজন করে থাকে বিডিওএসএন।

 
বিডিওএসএন সম্পর্কে আরো জানতে : www.bdosn.org