গত ২৭ জুলাই ২০২২ তারিখে নরসিংদীতে অবস্থিত পিরপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও ইএমকে সেন্টারের যৌথ উদ্যেগে "স্ক্র্যাচ প্রোগ্রামিং ফর টেক অ্যাডভান্সমেন্ট" প্রকল্পের আওতায় আয়োজিত হয়েছিল "এসপিটিএ স্ক্র্যাচ প্রোগ্রামিং কর্মশালা"। কর্মশালায় ৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন শিক্ষার্থীদের স্ক্র্যাচ প্রোগ্রামিং এর প্রাথমিক বিষয়গুলো নিয়ে ধারণা দেন। উল্লেখ্য, নিজাম উদ্দিন গত ২ থেকে ৪ জুন ২০২২ তারিখে একই প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী আয়োজিত "স্ক্র্যাচ প্রোগ্রামিং আবাসিক শিক্ষক প্রশিক্ষণ ক্যাম্প" -এ অংশগ্রহন করেন এবং স্ক্র্যাচ প্রোগ্রামিং-এ প্রশিক্ষণ নেন।
কর্মশালা শেষে শিক্ষার্থীদের থেকে স্ক্র্যাচ প্রোগ্রামিং বিষয়ে কুইজ নেওয়া হয় এবং সেরা ২ জন শিক্ষার্থীকে পুরষ্কৃত করা হয়।